রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনের তুলনায় বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে। গতকাল তাঁর শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি কোনোটিই হয়নি। তবে তাঁর শারীরিক জটিলতা কখন বেড়ে যায় কিংবা কখন কমে যায় কিছুই বলা যাচ্ছে না। এটি অনেকটাই অপ্রত্যাশিত বলে মনে করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। দেশিবিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাদের সাধ্যের ভিতরে সর্বোচ্চ চিকিৎসা প্রদানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা দেওয়া হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে কয়েক দিন আগে। তাঁর ফুসফুসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গসমূহকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাব উদ্দিন তালুকদার। বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান হাসপাতালে উপস্থিত থেকে সমগ্র চিকিৎসার সমন্বয় করছেন।

হাসপাতালের একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়া স্বাস্থ্যগতভাবে সর্বোচ্চ পর্যায়ের সংকটাপন্ন একজন মানুষ। এই অবস্থায় যে চিকিৎসাব্যবস্থার প্রয়োজন, সেই চিকিৎসাই দেওয়া হচ্ছে তাঁকে। চিকিৎসায় আশানুরূপ অগ্রগতি না হলেও ইতিবাচক দিক হলো চিকিৎসকরা তাঁকে যে চিকিৎসা দিচ্ছেন সেটি তাঁর শরীর শ্লথ গতিতে হলেও গ্রহণ করতে পারছে

বোর্ডের একজন সদস্য জানান, দেশিবিদেশি মাল্টি ডিসিপ্লিনারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাঁর চিকিৎসা দিয়ে যাচ্ছে। মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী গত ২৭ নভেম্বর তাঁর একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পরে যেগুলোর নিবিড় চিকিৎসা এখনো চলছেশরীরে গুরুতর ইনফেকশনের (ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন) কারণে তাঁকে উন্নত অ্যান্টিবায়োটিকঅ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছেকিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর ডায়ালাইসিস শুরু করা হয়এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছেসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ডতাঁর পরিবারের পক্ষ থেকে আবারও সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে

৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। সম্প্রতি গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থানকালে তাঁর শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা যায়। কিন্তু ক্রমান্বয়ে শারীরিক অবস্থার অবনতি হলে ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।