বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা থামছেই না। আবারও পাল্টাপাল্টি হাইকমিশনার তলব করা হয়েছে। চলতি সপ্তাহে নয়াদিল্লি ও কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, হাইকমিশনারকে হত্যার হুমকিসহ শিলিগুড়ির ভিসা কেন্দ্র ভাঙচুর করে বন্ধ করে দিয়েছে ভারতের চরম হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন।
এর জের ধরে গতকাল ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লিখিত এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকিই নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থি। এ ছাড়া নিরাপত্তাজনিত কারণে নয়াদিল্লি, আগরতলা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
গতকালও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী একাধিক সংগঠন।
গতকাল সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে আসেন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে প্রবেশ করেন। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহাবুবুল আলম বলেন, নিরাপত্তা-সংক্রান্ত বিষয় বিবেচনায় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে গতকাল সন্ধ্যায় আলোচনার উদ্দেশ্যে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব বি শ্যাম। তবে এটিকে কূটনৈতিক তলব বলছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, আলোচনাকালে ওসমান হাদির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। তদন্তের আগেই ভারতকে জড়িয়ে যেকোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এসব মন্তব্যের কারণে চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির উদ্ভব না হয় সে বিষয়ে হাইকমিশনারকে সতর্ক করা হয়েছে।
ভারতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ : ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলদেশ হাইকমিশন, কলকাতার ডেপুটি হাইকমিশন, শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্রের সামনে গতকাল আবারও বিক্ষোভ করেছে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চসহ হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তবে হাইকমিশন এলাকায় পৌঁছানোর আগেই ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। নয়াদিল্লি প্রতিনিধি জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দিপু হত্যার বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকায় আগুন দেয় বিক্ষোভকারীরা।
কলকাতা প্রতিনিধি জানান, কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চসহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। গতকাল কলকাতার শিয়ালদহ এলাকা থেকে মিছিল নিয়ে তারা বাংলাদেশ হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করেন। হাইকমিশনের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়।