ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। এ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশি এ বাঁ-হাতি পেসারের। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। তবে বাংলাদেশের সঙ্গে ভারতে চলমান কূটনৈতিক উত্তেজনার ঘটনায় মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। আর এতেই আসন্ন বিশ্বকাপ খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের ভারতে যাওয়া কতটা নিরাপদ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুস্তাফিজের বিষয়ে বিসিসিআই এখনো কিছু না জানালেও ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এদিকে কলকাতাকে মুস্তাফিজকে বাদ দিয়ে বিকল্প বেছে নিতে অনুরোধ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব দেবাজিৎ সাইকিয়া। বোর্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের জয় হয়েছে বলেও মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির নেতা সঙ্গীত সোম। আর এতেই সমালোচনার ঝড় বইছে ক্রিকেটপাড়ায়। বাংলাদেশি সমর্থকদের শঙ্কা, ভারত একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে টি-২০ বিশ্বকাপে পুরো দলকে কীভাবে দেবেমুস্তাফিজ একজন সাধারণ ক্রিকেটার

মুস্তাফিজের বাদ পড়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তীব্র সমালোচনা করেছেন। ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তার প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এ ক্রীড়াবিষয়ক সম্পাদক। আমিনুল হক বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে যা করা হলো তা কেবল খেলোয়াড়ি সিদ্ধান্ত নয়, এটি গভীর উদ্বেগের বিষয়। যদি একজন ক্রিকেটারকে একটি ফ্র?্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়, তাহলে বিশ্বকাপে যখন পুরো দল ভারতের মাটিতে খেলবে তখন তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে?’

মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন সঙ্গীত সোম। এমনকি তাকে দলে নেওয়ায় বলিউড তারকা শাহরুখ খানকে ‘দেশদ্রোহি, গাদ্দার বা বিশ্বাসঘাতক’ বলেছিলেন তিনি। একই দাবি জানান শিব সেনা সঞ্জয় নিরুপাম। কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রিনাতে প্রশ্ন তোলেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের নিলামে রাখা হলো কেন। তার প্রেক্ষিতেই মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে বোর্ডের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। কংগ্রেস নেতা শশী প্রশ্ন তুলেছেন আমরা কাকে শাস্তি দিচ্ছি, ‘একটি দেশকে, এক ব্যক্তিকে নাকি তার ধর্মকে।’ অন্যদিকে ক্রীড়াঙ্গনে রাজনীতিকে জড়ানো উচিত নয় বলে জানান বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার মদন। তিনি বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে এমন আচরণ করা কোনোভাবেই ঠিক হয়নি। এতে ভারতের ক্রিকেট বোর্ড ব্যাপক সমালোচিত হবে।’

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে আলো ছড়াচ্ছেন মুস্তাফিজ। শেষ ম্যাচে রংপুরের জয়ের দিনে তিনটি উইকেট শিকার করেন এ বাঁ-হাতি পেসার। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০তে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এ ছাড়া আইপিএল ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিদেশি ইমার্জিং প্লেয়ার বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে এ পুরস্কার জিতেছিলেন।