১২তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও শ্রীলংকা।

সোমবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। এ জয়ে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের যুবারা। কারণ নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

একই দিন আফগানিস্তানের মুখোমুখি হয় শ্রীলংকা। সমীকরণ ছিল, আফগানদের বিপক্ষে জিতলেই বাংলাদেশকে নিয়ে সেমিতে জায়গা করে নেবে লংকানরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীলংকা। প্রথমে ব্যাট করে ২৩৫ রান করে আফগানিস্তান। জবাবে ৪৯.২ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করে শ্রীলংকা।

বাংলাদেশের মতো ২ ম্যাচে ৪ পয়েন্ট আছে শ্রীলংকারও। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে লংকানরা। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল শ্রীলংকা।

আগামী ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ওই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে নামবে।