উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে তার মনোনয়নপত্র জমা নেওয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার হিরো আলম হাইকোর্টের রায়ের বিষয়টি নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।’
এছাড়া, হিরো আলম সাংবাদিকদের বলেন, আগে চারবার নির্বাচন করলাম চারবারই তো আমাকে হাইকোর্ট থেকে রায় নিয়ে এসে নির্বাচন করা লাগছে। এবারও হাইকোর্ট থেকে রায় নিয়ে এসে আমাকে নির্বাচন করা লাগছে। আশা করছি, নির্বাচন কমিশনার যাচাই-বাছাই করে সঠিকভাবে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করবেন। আর দ্বিতীয় বার কোর্টে যেন আমাকে না পাঠানো হয়।
তিনি বলেন, আশা করছি সুষ্ঠু একটা নির্বাচন হবে এবার। কারণ নির্বাচনে অনেক বছর ধরে যারা নতুন ভোটার হয়েছে, অনেকদিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না। তো এবার আশা রাখছি সুশৃঙ্খলভাবে সবাই ভোট দিতে পারবে। যাকে পছন্দ হবে তাকে যেন ভোট দিতে পারে।
হিরো আলম আরও বলেন, আসলে জয় লাভ করতে পারব কি না জানি না। তবে আমি যে আসনে নির্বাচন করছি এই আসনে এবার দিয়ে ৪ বার নির্বাচন। এটা আমার ৫ম নির্বাচন। এর আগে তো আপনারা সবাই জানেন আমি বগুড়ায় ৩ বার, ঢাকা-১৭ এর আসনে ১ বার। তবে সুষ্ঠু নির্বাচন হলে আপনারা সবাই জানেন আমি বগুড়ায় ৪ আসনে যে নির্বাচন করছি এর আগে কিন্তু বিপুল ভোটে পাস করেছিলাম। কিন্তু পাস করার পরেও কিন্তু তারা আমাকে গ্রহণ করে নাই। তো এবারও পাস করব কি না জানি না। তবে চেষ্টা যেহেতু ওই আসনে পাস করেছিলাম, জনগণের একটা আশা আছে যে, হিরো আলমকে দিয়ে দেশের ক্ষতি না হলেও সে চোর হবে না, বাটপার হবে না, তাকে একবার সুযোগ দাও। তো আশা রাখছি এলাকার লোকজন আমাকে একবার সুযোগ দেবে।