বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতজুড়ে কিছু সংগঠনের বিক্ষোভের জেরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। এ ইস্যুতে এবার প্রশ্ন তুলেছেন দেশটির ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম) প্রধান আসাদ উদ্দিন ওয়েইসি। তাঁর প্রশ্ন, ‘যদি কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া যেতে পারে তবে ঠিক একইভাবে ভারতে আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশে ফেরত পাঠানো হচ্ছে না কেন? মুস্তাফিজ এবং শেখ হাসিনা- এই দুই বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে ভারতের ভিন্ন অবস্থান নিয়েও কটাক্ষ করেছেন ওয়েইসি। গত শনিবার মুম্বাইয়ে একটি সভায় এসব কথা বলেছেন ওয়েইসি।
সভায় ওয়েইসি বলেন, ‘মুম্বাই এবং ভারতের মানুষকে তারা (বিজেপি) বলছে, দেখো, আমরা একজন বাংলাদেশিকে (মুস্তাফিজুর রহমান) পাঠিয়ে দিয়েছি। কিন্তু আরেকজন বাংলাদেশিও তো বসে আছে, যিনি মোদির বোন হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, তাকেও ফেরত পাঠান না। এ সময় সভায় উপস্থিত সবার উদ্দেশে ওয়েইসি বলেন, ‘আপনারা কি চান যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাক, তাকে সে দেশে ফেরত পাঠানো হোক? জবাবে উত্তর আসে, ‘হ্যাঁ’। তাহলে আমার সঙ্গে স্লোগান দিন ‘নারায়ে তাকবির’। এরপর সবাই সমস্বরে স্লোগান দিতে থাকেন। এ সময় ওয়েইসিকে বলতে শোনা যায়, ‘মোদি জি আপনি শুনুন, এই কণ্ঠস্বর ভেসে আসছে। সবাই বলছে, উনাকে (হাসিনা) দেশ থেকে হটান, বাংলাদেশে ফেরত পাঠান।’