বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আবারও অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন অফিসের সামনে তাবু টানিয়ে অবস্থান নেন বিএনপি-জামায়াতসহ কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে তারা সড়কে বিক্ষোভ মিছিল করেন।

একই দাবিতে জেলার ৯টি উপজেলা নির্বাচন অফিসের সামনেও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে নির্বাচন অফিসগুলোর দৈনন্দিন কার্যক্রম বন্ধ থাকে এবং কর্মকর্তারা প্রবেশ করতে পারেননি। পরিস্থিতি সামাল দিতে সব অফিসেই বাড়ানো হয় নিরাপত্তা।

কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, চারটি আসন বহালের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে দুর্গাপূজার পর লাগাতর হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস জানান, জনগণের ভোগান্তি বিবেচনায় আপাতত হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে আন্দোলন চলমান থাকবে। তিনি আরও জানান, চার আসন বহালের দাবিতে দায়ের করা রিটে হাইকোর্ট ১০ দিনের রুল জারি করেছে।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি আসন (বাগেরহাট-১, ২, ৩ ও ৪) থাকলেও সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) একটি আসন কমিয়ে তিনটিতে রূপান্তর করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এর প্রতিবাদে জেলায় টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।