দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে কুষ্টিয়ায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক মেয়র আসলাম এবং চট্টগ্রামে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনা কেন করা হয়েছে তার সদুত্তর দিতে পারেনি কেউ। ধারণা করা হচ্ছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল ও নির্বাচন বানচালের জন্য এ-জাতীয় সহিংসতার ঘটনা ঘটানো হচ্ছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য-

কুষ্টিয়া : জেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে অফিস ভবনের পেছন পাশের জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়। নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ের ৮টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দোতলায় ছিলাম। ধোঁয়া ও পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই। অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সব তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, কীভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

দিনাজপুর : জেলার বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলামের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে হেলমেড পরিহিত ২০-২৫টি মোটরসাইকেলে আসা একদল যুবক। আগুনে তাদের বাড়ি ভস্মীভূত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় আরেক মেয়র আবদুস সবুরের বাড়ির আগুন দেওয়া হলেও স্থানীয়রা নিভিয়ে ফেলে। এ সময়ে এক যুবলীগ নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শহীদ শরিফ ওসমান হাদিকে জঙ্গি আখ্যায়িত করে ফেসবুকে যে ভিডিও ভাইরাল হয়েছে, তার পরিপেক্ষিতে এ ঘটনা ঘটতে পারে। আগুনের ঘটনার পর বোচাগঞ্জ উপজেলার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দোকানপাঠ বন্ধ করে দেন।

শুক্রবার রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল ঘিরে রেখেছিল বলে জানান বোচাগঞ্জ থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজান। ওই ঘটনায় দুটো বাড়ির আসবাবপত্র ও মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

দিনাজপুর ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ৮টা ২০ মিনিটে খবর পেলে দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম : জেলা হাটহাজারীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ছাদেকনগর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, শুক্রবার রাতে ৫০-৬০ জনের একটি দল ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে প্রবেশ করে। তবে ঘটনার সময় আনিসুল ইসলাম ও তাঁর পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। হামলাকারীদের মুখে মাস্ক ছিল এবং তাদের হাতে অস্ত্র ও লাঠিসোঁটা দেখা গেছে। তারা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দিলে বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কার পুড়ে যায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।