বাংলাদেশে বিয়ের মাত্র ছয় মাসের মধ্যে পাঁচজনের চারজন নারী স্বামীর নিয়ন্ত্রণমূলক আচরণ বা সহিংসতার শিকার হচ্ছেন। দুই বছরে অর্ধেকের বেশি নারী আর্থিক সহিংসতার শিকার হয়েছেন। একই সঙ্গে মানসিক, শারীরিক ও যৌন সহিংসতার শিকার হন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

গতকাল আইসিডিডিআরবির সাসাকাওয়া অডিটোরিয়ামে ‘বাংলাদেশের নির্বাচিত গ্রামীণ ও শহরাঞ্চলে নববিবাহিত দম্পতিদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারসংক্রান্ত প্রেক্ষাপট ও চাহিদা নিরূপণ’ শীর্ষক গবেষণায় এসব ফলাফল প্রকাশ করা হয়। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের নির্বাচিত গ্রামীণ এলাকা ও শহরের বস্তি এলাকায় নববিবাহিত দম্পতিদের জীবনে অল্প বয়সে বিয়ে, দ্রুত গর্ভধারণ এবং দাম্পত্য সহিংসতা এখনো উদ্বেগের বিষয়। গবেষণায় অংশ নেওয়া নারীদের মধ্যে গ্রামে ৪৩% এবং শহরের বস্তিতে ৬৫% নারীর ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের প্রথম বছরে প্রায় তিন-চতুর্থাংশ (৭৩%) নারী গর্ভধারণ করছেন। এর মধ্যে অনেক নারী, বিশেষ করে শহরের বস্তিতে বসবাসকারী নারীরা, কিছুটা দেরিতে সন্তান নিতে চেয়েছিলেন। প্রায় অর্ধেক নারীর গর্ভধারণ-ই ছিল অনিচ্ছাকৃত বা সময়ের আগেই। গবেষণায় দাম্পত্য সহিংসতার চিত্রও উদ্বেগজনক অবস্থায় দেখা গেছে।

আইসিডিডিআরবি জানিয়েছে, ডিসেম্বর ২০২২ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আইসিডিডিআরবির চারটি হেলথ অ্যান্ড ড্যামোগ্রাফিক সার্ভিলেন্স সিস্টেম (এইচডিএসএস) এলাকায় এই মিশ্র-পদ্ধতির গবেষণাটি পরিচালিত হয়। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কক্সবাজার জেলার চকরিয়া ও চাঁদপুর জেলার মতলব উপজেলার দম্পতিরা। এ ছাড়া শহরের বস্তিগুলোর মধ্যে বেছে নেওয়া হয়েছিল ঢাকার মিরপুর ও কড়াইল। মোট ৬৬৬টি নববিবাহিত দম্পতি এতে অংশ নেয়। আইসিডিডিআরবি আরও জানায়, গ্রামে ১৫% এবং শহরে ৩৭% পুরুষ ২১ বছরের আগেই বিয়ে করেছেনকম বয়সে বিয়ে করা নারীদের বেশির ভাগেরই বিয়ে পারিবারিকভাবে ঠিক করা হয়েছিল। এ সংখ্যা-গ্রামে ৮৫% এবং শহরে ৫৩%।

গবেষণায় অংশগ্রহণকারী নারীদের মধ্যে বিয়ের পরপরই গ্রামে ৬০% এবং শহরে ৬৬% পড়ালেখা বন্ধ করেছেন। এর পেছনে স্বামী ও শ্বশুরবাড়ির আপত্তি, বাবা-মায়ের সিদ্ধান্ত, বিয়ের পর বাসস্থান পরিবর্তন, সামাজিক রীতি এবং আর্থিক সীমাবদ্ধতা কাজ করেছে। আয়মূলক কাজের ক্ষেত্রেও একই ধরনের বাধা দেখা গেছে, যেখানে স্বামী ও শ্বশুরবাড়ির নিয়ন্ত্রণ নারীদের কাজের সুযোগকে প্রভাবিত করেছে। গবেষণায় দেখা যায়, মোট ৭৩% নারী গর্ভধারণ করেছেন, বেশির ভাগই বিয়ের প্রথম বছরের মধ্যেই। শহরের ৬৮% নারী অন্তত দুই বছর অপেক্ষা করতে চাইলেও, ৬৭% নারী ওই সময়ের মধ্যেই গর্ভবতী হয়ে পড়েন। এ ছাড়া গবেষণায় দাম্পত্য সহিংসতার প্রাথমিক অভিজ্ঞতাও উঠে এসেছে। বিয়ের প্রথম ছয় মাসের মধ্যেই ৭৯% অর্থাৎ প্রায় পাঁচজনের চারজন নারী স্বামীর দ্বারা নিয়ন্ত্রণমূলক আচরণের কথা জানান। দুই বছরে ৫২% নারী আর্থিক সহিংসতা, ২৩% মানসিক সহিংসতা, ১৫% শারীরিক সহিংসতা এবং ১৪% যৌন সহিংসতার শিকার হন। মাত্র ৪% নারী জানান, এ সময়ে তারা কোনো ধরনের সহিংসতার অভিজ্ঞতা পাননি। দাম্পত্য সন্তুষ্টির মাত্রাও সময়ের সঙ্গে বদলেছে। গবেষণার শুরুতে পুরুষরা নারীদের তুলনায় বেশি সন্তুষ্টির কথা জানান। সময়ের সঙ্গে উভয়ের সন্তুষ্টি কমেছ